
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃঃনীলফামারীর ডোমার উপজেলার মাদক স¤্রাজ্ঞী রুপা বেগম (৩৮) ফের গাজাসহ পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দুপুরে শহরের কাজিপাড়া এলাকার তার বাড়ি হতে ১০ পুরিয়া গাঁজাসহ রুপাকে গ্রেফতার করা হয়। রুপা ওই এলাকার মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। তাকে দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে। থানার এসআই আরমান আলী জানান, মাদক স¤্রাজ্ঞী রুপা প্রতিদিন রাতে অন্যের বাড়িতে ঘুমায়, আর সকাল হলে নিজ বাড়িতে ফিরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওসি সহ আমরা তার বাড়ি হতে তাকে গ্রেফতার করি। ডোমার থানাার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রুপার নামে একাধিক মাদক মামলা রয়েছে। দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।