মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ-নীলফামারীর ডোমারে মেয়ের উপর অভিমান করে জহুর আলী (৫২) নামের এক পিতা আত্মহত্যা করেছে।শুক্রবার গভীর রাতে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেতগাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
জহুর আলী বেতগাড়া গ্রামের মৃত. আতোয়ার রহমানের ছেলে ও তার নিজের দুই মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে।
জহুর আলীর পারিবাড়িক সুত্রে জানা গেছে, তার মেয়ে কল্পনা বেগম বিয়ের কিছুদিন পর থেকেই বাবার বাড়ীতে স্বামীসহ রয়েছেন।
অভাবের সংসারে প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগে থাকতো।শুক্রবার সন্ধ্যায়ও বাবা ও মেয়ের মধ্যে ঝগড়া লাগে।
এক পর্যায়ে সকলের অগোচরে গিয়ে পিতা জহুর গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।