
মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইম রিপোর্টার নীলফামারী\ নীলফামারীর ডোমারে জামাল উদ্দিন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবশ কালাপাড়ায় ওই ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন উক্ত গ্রামের মৃত. মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও (নওদাবাস গ্রামের) জয়নাল আবেদিন জানান, সকালে জামালের সাথে তার মা সহিদা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে সকলের অগোচরে দুপুরে নিজ ঘড়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।পরিবারের লোকজন তাকে উদ্ধার করলেও আগেই তার মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ওসি মোকছেদ আলী।