ডোমারে সপ্তম শ্রেনীর ছাত্রী ধর্ষনঃ দেড় লক্ষ টাকায় মীমাংসার নামে কালক্ষেপন

ক্রাইম রিপোর্টার নীলফামারী ॥ নীলফামারীতে সপ্তম শ্রেনীর এক ছাত্রী তার নিজ বাড়ীতে ধর্ষনের শিকার হয়েছেন। ধর্ষনের পর ছাত্রীটি হাসপাতালে ৫ দিন চিকিৎসা নেয়ার পর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছে। অপরদিকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও স্থানীয় প্রভাবশালীরা বিচারের নামে গত ৯ দিন ধরে কালক্ষেপন করছেন বলে মেয়েটির বাবা অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার মটুকপুর মধ্যেপাড়া গ্রামে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের দিনমজুর আব্দুল মজিদের মেয়ে লীমা আক্তার মনি স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ে সপ্তম শ্রেনীতে পড়ছেন। গত ২৪ নভেম্বর সকাল ১১ টার দিকে দিনমজুর আব্দুল মজিদের বাড়ীর সকল সদস্য কাজের জন্য বাইরে যায়। এ সময় তার মেয়ে মনি একাই বাড়ীতে ছিল।

এ সুযোগে প্রতিবেশী মজনু শাহ এর বখাটে ছেলে রাশেদ বাড়ীতে প্রবেশ করে মনি’র হাত, পা ও মুখ তারই পড়নের ওড়না দিয়ে বেধেঁ তাকে ধর্ষন করে পালিয়ে যায়। পরিবারের সদস্যগন বাড়ীতে ফিরে এলাকাবাসীসহ মনিকে মারাতœক আহতবস্থায় উদ্ধার করে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মনিকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

এ হাসপাতালেই মনি ২৪ নভেম্বর হতে ২৮ নভেম্বর পর্যন্ত চিকিৎসা নেয়। আর এ সময়ের মধ্যে ধর্ষিতার পিতা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করে। অপরদিকে পাঙ্গামটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদসহ প্রভাবশালীরা মামলা না করে বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা করে। এক পর্যায়ে তারা দেড় লাখ টাকায় বিষয়টি রফাদফা করে। পরবর্তীতে মেয়ে পক্ষকে ৫০ হাজার টাকা দেয়ার চেষ্টা করা হয়। ধর্ষিতার পরিবার এ টাকা নিতে অস্বীকৃতি জানালে প্রভাবশালীরা বিষয়টি ধর্ষিতার পরিবারের উপর ছেড়ে দিয়ে সটকে পড়ে।

এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছে ধর্ষিতার পরিবার। ধর্ষনের ৯ দিন অতিবাহিত হলেও মামলা না করে মীমাংসার নামে কালক্ষেপন করায় ন্যায় বিচারের আশায় পরিবারটি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সহায়তা কামনা করছেন। এ ঘটনায় সচেতন মহলে প্রশ্ন উঠেছে ধর্ষনের বিচার গ্রাম্য আদালতে হওয়ার নামে সময় ক্ষেপনকে ঘিরে। এ ব্যাপারে পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সাংবাদিকদের জানান, মেয়ে পক্ষ শালিস না মানায় ছেলে পক্ষ হতে মেয়ে পক্ষকে দেয়ার উদ্যেশ্যের জরিমানার টাকা ফিরিয়ে দেয়া হয়েছে বলে ।