
মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ-নীলফামারী জেলার ডোমারে পিকআপের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী তানিয়া রহমান (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।এ সময় ভাগ্যক্রমে বেচেঁ গেছে তার স্বামী ও শিশু সন্তান।
শুক্রবার রাতে ডোমার উপজেলার চিলাহাটি-ডোমার সড়কের বটতলী নামকস্থানে এই দুর্ঘটনাটি ঘটে।নিহত তানিয়া ডোমার পৌরসভার ছোটরাউতা ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ ফারুক আহমেদের স্ত্রী।
প্রত্যেক্ষদর্শীরা জানান,শুক্রবার রাতে ফারুক তার শিশু সন্তান ও স্ত্রী তানিয়াকে নিয়ে মোটর সাইকেল যোগে চিলাহাটি থেকে ডোমার আসার পথে বটতলী নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিলে ফারুক মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার স্ত্রী পিকআপের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যায়।
ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।