ডোমারে ৩১ মামলার আসামি গ্রেপ্তার

মোঃ নাজমুল আলম, ডোমার, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য হিরোইন সেবনকালে ৩১ মামলার আসামি মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার ছোটরাউতা এলাকা থেকে সেবনের হিরোইন সহ গ্রেপ্তার করা হয় তাকে। আটককৃত মনিরের বিরুদ্ধে ডোমার থানার মামলা নং- ১৮ (১০) ২৩ রুজু করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া মনিরুল ওরফে  মনির (২৬) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর মাঝাপাড়া এলাকার মৃত এমদাদুল হকের পুত্র।
এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, আসামি মনির আন্তঃজেলা চোরচক্রের একজন সক্রিয় সদস্য এবং রংপুর বিভাগের বিভিন্ন আদালতে  তার নামে সিধেল চুরি, মাদক সহ সর্বমোট ৩১টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।