ড্যাপ বাইরে কোনো স্থাপনা নির্মাণের অনুমোদন দেবে না রাজউক

নিজস্ব প্রতিবেদক : গত ১১ মাসে ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) বাইরে কোনো স্থাপনা নির্মাণের অনুমোদন দেওয়া হয়নি বলে দাবি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

ড্যাপ নিয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে আলোচনার অংশ হিসেবে সোমবার রাজউকের সভাকক্ষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সঙ্গে মতবিনিময়কালে রাজউকের কর্মকর্তারা এ দাবি করেন।

মতবিনিয়ম সভায় বক্তারা বলেন, রাজধানীসহ এর আশপাশের এলাকায় বিভিন্ন হাউজিং কোম্পানি ইচ্ছেমতো সাইনবোর্ড টাঙিয়ে ও বিজ্ঞাপন দিয়ে জলাশয় দখল করছে। অনেকেই গ্রাহকদের আস্থা অর্জন করতে ‘রাজউক অনুমোদিত’ কথাটিও ব্যবহার করছে। কিন্তু রাজউক এ ব্যাপারে কোনো ভূমিকা পালন করছে না। এভাবে জলাশয় ভরাট, অপরিকল্পিত স্থাপনা গড়ে উঠলে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) কতটুকু সফল হবে এ নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা, জলাশয় উন্মুক্তকরণ, বিল্ডিং কোড, আবাসিক এলাকাগুলোতে খেলার মাঠ, স্কুল, কলেজসহ নানা সমস্যার কথা বিস্তারিত তুলে ধরেন তারা।

জবাবে রাজউকের কর্মকর্তরা তাদের সীমাবদ্ধতার কাথা জানানোর পাশাপাশি সমস্যাগুলো আমলে নিয়ে তা বাস্তবায়ন করার আশ্বাস দেন।

সভাপত্বির বক্তব্যে রাজউকের সদস্য (পরিকল্পনা) জিয়াউল হাসান বলেন, ড্যাপে ঢাকা ও এর আশপাশের এলাকার যে স্থান, যে ধরনের স্থাপনা নির্মাণ ও সংরক্ষণের জন্য ঠিক করা আছে, এর বাইরে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। অনেক উচ্চ পর্যায় থেকে আবেদন এসেছে। সরকারি অনেক প্রতিষ্ঠানও আবেদন করেছে। কিন্তু এগুলো অনুমোদন দেওয়া হয়নি। ড্যাপ সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজউকের প্রধান পরিকল্পনাবিদ ড. সিরাজুল ইসলাম, টিম লিডার আক্তার হোসেন চৌধুরী, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল, সহসভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মতিন আব্দুল্লাহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন, মাহমুদা ডলি, আহমেদ জামাল, সাঈদ আব্দুল মালিক, খালিদ সাইফুল্লাহ, আসাদ আল মাহমুদ প্রমুখ।