ঢাকায় ছিনতাই ও ডাকাতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

রাজধানীতে পৃথক অভিযানে ছিনতাই ও ডাকাতি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তাবিউর রহমান পিপিএম স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম অভিযানে উত্তরা পশ্চিম থানা পুলিশ দীর্ঘদিন ধরে মোটরসাইকেলযোগে হেলমেট পরে ছিনতাই করে আসা একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন— সাইফুল ইসলাম শাওন (৩৯) ও মো. ফারুক হোসেন (৩৮)। শনিবার (১৪ অক্টোবর) ভোর আনুমানিক ২টা ৪৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের রবিন সরণি রোডে ঢাকা আই কেয়ার হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতাররা ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও বিভিন্ন এনজিওর সামনে অবস্থান করে নগদ টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করত। পরে সুবিধাজনক স্থানে তাদের অনুসরণ করে মোটরসাইকেলযোগে ব্যাগ ও টাকার ছিনতাই করত। পুলিশের ছিনতাই প্রতিরোধ টিম ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের চিহ্নিত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, চক্রের আরও এক সদস্য মো. জিল্লুর রহমান খানের সঙ্গে তারা একাধিক ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। গোপালগঞ্জে অভিযান চালিয়ে সাইফুল ইসলামের কাছ থেকে ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে ১০টি ও ফারুক হোসেনের বিরুদ্ধে ২টি ছিনতাই মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে মামলা প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় অভিযানে গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগের দল আভ্যন্তরীণ ডাকাতদলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন— আব্দুল জব্বার (৪০), মো. মামুন হোসেন (৪০), মো. সোহাগ (৪২), মো. আবু বক্কর সিদ্দিক (৩৬) ও মো. সোহেল আমিন (৩১)। বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে পূর্ব ধামালিয়া রাজারবাগ উত্তরা মডেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি ডিবি পুলিশের জ্যাকেট, একটি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার, তিনটি নাইফ ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।