বুধবার (৭ আগস্ট) রাত ১২টার পর থেকে মোহাম্মদপুর, শেখেরটেক, আদাবর, নবোদয় হাউজিং, বছিলা, ইসিবি চত্বর, মিরপুর-৬, মিরপুর-২, ধানমন্ডি ও উত্তরাসহ রাজধানীর বেশকিছু এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। স্থানীয়রা জানান, এলাকায় ডাকাতি হচ্ছে খবর পেয়ে মসজিদের মাইকে সতর্ক করা হয়। পরে লোকজন লাঠিসোঁটা ও যার যা অস্ত্র ছিল তা নিয়েই রাস্তায় বেরিয়ে আসেন এবং তাদের ধাওয়া করেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকাতের খবর ছড়িয়ে পড়ালে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন বয়সী বাসিন্দারা।
বিভিন্ন জায়গায় ডাকাত সদস্যরা আটক হওয়ার খবরও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ডাকাতির প্রমাণস্বরূপ এলাকায় ডাকাতদের ধাওয়া দেয়া ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ভিডিওতে দেখা গেছে, যারা ডাকাতি করতে এসেছিল বেশিরভাগ টোকাই এবং উঠতি তরুণ। তবে ফেসবুকে অনেকেই ডাকাতের এসব ঘটনাকে গুজব বলে ধারণা করছেন।
ডাকাতির এমন খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাত প্রতিরোধ কমিটি গঠন করেছেন। কিছু শিক্ষার্থীও নিজ নিজ এলাকায় রাত হলেই টহলে নামছেন। এলাকাবাসীকে সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়ে ফোন নম্বর ছড়িয়ে দিচ্ছেন। যাতে বিপদে সহায়তা করতে তারা ছুটে আসতে পারেন।
মোহাম্মদপুর এলাকায় দুদিন ধরে সন্ধ্যার পর ছিনতাই, চাঁদাবাজি বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় মানুষ। মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড, ঢাকা উদ্যান, আদাবর, কাটাসুর, তিন রাস্তা, বাঁশবাড়ি এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে।
এসবএলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার (৫ আগস্ট) রাত থেকে এসব এলাকায় প্রচুর ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। মঙ্গল ও বুধবারও বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একেকটি দলে ৮-১০ জন করে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর থেকেই রাম দা, ছুরি ও লাঠি হাতে কিছু কিশোরকে দেখা যাচ্ছে। মানুষজনের সামনেই পথচারীদের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই করা হচ্ছে। দোকানপাট লুটের ঘটনাও জানিয়েছেন এসব এলাকার বাসিন্দারা।
বুধবার ঢাকা উদ্যান এলাকার বাসিন্দা নিবির সাহা বলেন, সন্ধ্যা ৭টার পরেই আমার বাসার সামনে ছিনতাই হয়েছে। আশপাশের মানুষজন ফ্ল্যাট থেকে দেখেছে। ওরা কাউকেই ভয় পায় না। হাতে অনেক বড় বড় অস্ত্র নিয়ে রাস্তায় নামছে দুর্বৃত্তরা। তিনি সন্ধ্যার পর মোহাম্মদপুর এলাকায় সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়ে বলেন, আমরা খুব বেশি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বের হচ্ছি না। খুবই আতঙ্কের মধ্যে আছি।