ঢাকায় ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর দাওয়াতে ইসলামী ইজতেমা

কালিমুল্লাহ ইকবালঃ কোরআন ও সুন্নাহর প্রচার-প্রসার ও আমলের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক, অরাজনৈতিক, ত্বরিকতপন্থী সংগঠন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের সুন্নতে ভরা ইজতেমা। আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২৫ রাজধানী ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন কাওলা (আশিয়ান সিটি) এলাকায় এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ ২৮ নভেম্বর ইজতেমা ময়দানে প্রস্তুতিমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক জিম্মাদার জনাব মুহাম্মদ কামাল আত্তারী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ড নিগরান মুফতি জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা বিভাগীয় নিগরান মুহাম্মদ মাহমুদ কাদেরী, ঢাকা সিটি নিগরান আলহাজ্ব মুহাম্মদ রিয়াজ আত্তারী, মুহাম্মদ নিজাম আত্তারী, মুহাম্মদ ইমরান আত্তারীসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্তবৃন্দ।

ইজতেমা ময়দানের প্রস্তুতিমূলক কার্যক্রম প্রায় ১০১ একর এলাকাজুড়ে শুরু হয়েছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে লক্ষ লক্ষ আশিকে রাসুল (মুসল্লি)-এর উপস্থিতিতে ইজতেমা হবে বলে আশা করা হচ্ছে।

ভক্তদের সুবিধার্থে ময়দানে শত শত টয়লেট, ওযুখানা, জেলা ভিত্তিক পাকঘর এবং অন্যান্য প্রয়োজনীয় অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে।
সার্বিক নিরাপত্তার জন্য থাকবে পাঁচটি ওয়াচ টাওয়ার এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সকলকে আগামী ২৪–২৬ ডিসেম্বর ২০২৫ সুন্নতে ভরা এ ইজতেমায় শরিক হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানান।