ঢাকার ধামরাইয়ে ৬০ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার ধামরাইয়ে ৬০ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে পুলিশ।

বুধবার দিবাগত মধ্যরাতে পৌরসভার ঢুলিভিটা এলাকার বড় চন্দ্রাইল মহল্লা থেকে ওই চালানটি জব্দ করা হয়।

এ সময় ১৯০ বোতল ফেনসিডিলও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ওই মহল্লায় অভিযান চালানো হয়। এ সময় ৬০ হাজার পিস ইয়াবা ও ১৯০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।  এ সময় এক রিকশা চালককে পুলিশ আটক করলেও তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)রিজাউল হক দিপু বলেন, ‘এটি গত পাঁচ বছরের মধ্যে সব চেয়ে বড়  চালান। যার আনুমানিক মূল্য হবে প্রায় দুই কোটি টাকা।’