নিজস্ব প্রতিবেদক: ঢাকার নাজিম উদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শনিবার বিকেল ৩টায় কারাগার পরিদর্শনে যাবেন।
কারা কর্তৃপক্ষ সূত্র শনিবার জানিয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে উন্নয়ন পরিকল্পনা চুড়ান্ত করার আগে সরেজমিন ঘুরে দেখার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শনে আসছেন। এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকেও তার এই পরিদর্শনের কথা জানানো হয়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে শুক্রবার বিকেল থেকে পুরাতন কারাভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি ‘দর্শণার্থীদের প্রবেশ’ একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কারা কর্তৃপক্ষ।
নাজিম উদ্দিন রোডে এই পুরাতন কারাগারের স্থানে জাদুঘর নির্মাণ ও এটিকে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
১৭৮৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে নাজিমউদ্দিন রোডে নির্মিত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার। প্রথমে এটি ক্রিমিনাল ওয়ার্ড নামে পরিচিত ছিল। ২৮৮ বছর বয়সী এই কারাগার ব্রিটিশ, পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের নানা ঘটনার সাক্ষী। ঢাকা কেন্দ্রীয় কারাগার যখন যাত্রা শুরু করে তখন এর বন্দি ধারণক্ষমতা ছিল ৫শ’র মতো। ১৯০২ সালে এটাকে আড়াই হাজার বন্দি ধারণক্ষমতাসম্পন্ন করা হয়। সর্বশেষ এতে আট হাজারের বেশি বন্দি থেকেছে, যা ছিল ধারণক্ষমতার অনেক বেশি।
গত জুলাই মাসে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে স্থানান্তর করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার।
নাজিমউদ্দিন রোডে কারাগারে শুধু অপরাধীরাই বন্দি থাকে নি, থেকেছেন দেশপ্রেমিক, মুক্তি সংগ্রামের অনেক লড়াকু বীর। রাজনৈতিক জীবনে বহুবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন ছাড়াও ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র মামলাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামরিক সরকারবিরোধী আন্দোলনে পাকিস্তান আমল থেকে স্বাধীন বাংলাদেশেও জেল খেটেছেন অনেক সংগ্রামী নেতা।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে কয়েদখানা খুলে দেন কারারক্ষীরা। কারারক্ষী ও কর্মকর্তারাও মুক্তিযুদ্ধে অংশ নেন।