
চীন থেকে কেনা টিকার ১০ লাখ ডোজের প্রথম চালান বহনকারী বিমান চীনা বিমানবন্দর ছেড়েছে।
বাংলাদেশ সময় শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটায় প্রথম চালান নিয়ে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইট বেইজিং বিমানবন্দর ছেড়ে আসে।
আর পরের চালানের ১০ লাখ ডোজ নিয়ে অপর বিমানটি ছাড়বে চীনের স্থানীয় সময় রাত পৌনে দশটায়। বাংলাদেশে নিযুক্ত চীনের উপ রাষ্ট্রদূত হুয়ালং ইয়ং নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
এর আগে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডার্নার আরও ৩০ লাখ করোনাভাইরাসের টিকা দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। শনিবার (১৭ জুলাই) এক টুইটে এ তথ্য জানান তিনি।
জানা গেছে, মডার্নার ওই ৩০ লাখ টিকা সোমবার (১৯ জুলাই) দেশে পৌঁছাবে। এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।