ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: আজ ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, রোববার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকার বেশ কয়েক জায়গায়ও হতে পারে বৃষ্টি।

এছাড়া আগামী দুই থেকে তিন দিন পর আবারো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ও ২৫ তারিখে সারাদেশে বৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, আজ রাতের তাপমাত্রা বাড়তে পারে আর দিনের তাপমাত্রা কম থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া, শ্রীমঙ্গল ও সীতাকুন্ডে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে রাজধানী ঢাকাতে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান। আবহাওয়া অফিসের তথ্যমতে, সহসা শীত তার সরূপে ফিরছে না।