
সড়ক দুর্ঘটনায় আহত গায়িকা বিউটি খানকে অবস্থা আশঙ্কাজনক। গত রোববার (১৪ মার্চ) রাতে চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিউটিকে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তার স্বামী রাজীব খান বলেন, বিউটির ডান পা, ডান হাত ও বাম কাঁধে ফ্র্যাকচার হয়েছে। মুখে আঘাত লেগেছে, উপরের ঠোঁট কেটে গেছে। বিউটির চারটি দাঁত ভেঙে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসকরা জানান, বিউটির হাত-পা আর কাঁধে দ্রুত অপারেশন করতে হবে।
১৩ মার্চ (শনিবার) চট্টগ্রামের মীরসরাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময় তাদের মাইক্রোবাসটি ধাক্কায় দেয় ঢাকামুখী একটি লরি। দুর্ঘটনা স্থানেই মারা যান দুই যন্ত্রশিল্পী পার্থ গুহ ও হানিফ। দুর্ঘটনায় গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হন।