ঢাকায় আফ্রিদি, স্যামি, ব্রাভো, বোপারা

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের উন্মাদনা শুরু হয়ে গেছে ইংল্যান্ড সিরিজের পরপরই। বাংলাদেশ দল ইংল্যান্ডকে হারানোয় উৎসবের রঙ আরও রঙিন হয়।

দেশী সব ক্রিকেটাররাই নিজ নিজ দলে অনুশীলনে যোগ দিয়েছেন। বিদেশী ক্রিকেটাররাও দলে যোগ দিতে শুরু করছেন। টি-টোয়েন্টির মহাতারকা পাকিস্তানের শহীদ আফ্রিদি বুধবার সন্ধ্যায় ঢাকায় পা রেখেছেন। এবার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন আফ্রিদি। বিকেলে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে ঢাকায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজের দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। সকালে এসে পৌঁছেছেন তারই জাতীয় দলের সতীর্থ ডোয়াইন ব্রাভো।

স্যামি খেলবেন রাজশাহী কিংসের হয়ে। ব্রাভোর ঠিকানা ঢাকায়। ব্রাভোর সঙ্গে একই জার্সিতে মাঠ মাতাতে ঢাকায় চলে এসেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার রবি বোপারা। গত বছরও বোপারা বিপিএলে খেলেছিলেন সিলেট রয়্যালসের হয়ে। পাকিস্তানের আরেক ক্রিকেটার উমর আকমাল রাত সাড়ে ১১টায় ঢাকায় পা রাখবেন।