
বিনোদন প্রতিবেদক : মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘বস-টু’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন ওপার বাংলার সুপারস্টার জিৎ। সিনেমাটির প্রচারণার জন্য আগামীকাল (১২ জুন) ঢাকায় আছেন তিনি।
এ উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবে মঙ্গলবার (১৩ জুন) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন তিনি। জিৎ তিন দিনের সফরে ঢাকায় আসছেন বলে জানা গেছে।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন কলকাতার বাবা যাদব ও বাংলাদেশের আব্দুল আজিজ।
‘বস টু’ সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করছেন কলকাতার শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া। জিৎ, শুভশ্রী গাঙ্গুলি ও নুসরাত ফারিয়া ছাড়াও এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, কৌশিক সেন প্রমুখ। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।