অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকায় দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলন আজ শেষ হচ্ছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতার কৌশল ও ক্ষেত্র, আন্তঃআঞ্চলিক যোগাযোগ, সৌহার্দ্য সুদৃঢ করা ও নিজেদের চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা নিয়েই মূলত দুদিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শেষ দিনে আজ দুটি প্ল্যানারি সেশন এবং চারটি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে। বিকেলে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে চলছে এই সামিট।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিকেলে উপস্থিত থেকে সামিটের সমাপনী ঘোষণা করবেন। দুদিন মোট চারটি প্ল্যানারি সেশন এবং নয়টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সামিটে।
প্রথম দিনের প্ল্যানারি সেশনগুলোতে আলোচকরা জোর দিয়েছেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা, এতে বাধা এবং প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় নিয়ে। এসব আলোচনায় অংশ নেন দক্ষিণ এশিয়ার শীর্ষ রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী এবং উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা।
আলোচকরা বলেন, ‘দ্বি-পাক্ষিক বৈরিতাই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার বড় বাধা। আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠা করতে হলে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব থেকে বের হয়ে ঐক্যবদ্ধ হতে হবে।’
সম্মেলনের প্রথম দিনে অুনষ্ঠিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতৃত্ব কতটা প্রস্তুত’ শীর্ষক এক অধিবেশনে সংসদ সদস্য ও ইন্টার পার্লামেন্টরি ইউনিয়নের সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা, আন্তঃআঞ্চলিক যোগাযোগ, সৌহার্দ্য সুদৃঢ় করা এবং নিজেদের চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা যা করা সম্ভব ছিল, তা আমরা এখনো করতে পারিনি।’
তিনি আরো বলেন, ‘দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠা করতে হলে এই অঞ্চলের দেশগুলোকে দ্বন্দ্ব থেকে বের হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। এ ছাড়া মুখোমুখি অবস্থা থেকে সরে এসে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা গুরুত্ব দিচ্ছি।’
সম্মেলনে শ্রীলঙ্কার বিশেষ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সারাথ আমুনুগামা বলেন, ‘দক্ষিণ এশিয়ায় এসডিজি অর্জন করতে হলে এই অঞ্চলে টেকসই ও দ্রুত উন্নয়ন করতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক বিকাশ ও সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি।’
তিনি বলেন, ‘এই অঞ্চলে পারস্পারিক অর্থনৈতিক সহযোগিতা খুবই হতাশাজনক। পারস্পারিক সহযোগিতা ছাড়া আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’
ভুটানের সংসদ সদস্য চৌদা জামশো বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি বৈরিতা, সন্দেহ ও অবিশ্বাস আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠার জন্য বড় চ্যালেঞ্জ।’
পাকিস্তানের সংসদ সদস্য রানা মোহাম্মদ আফজাল খান বলেন, ‘সার্ক সম্মেলন স্থগিত হওয়া শুধু পাকিস্তানের নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্য অনেক বড় ক্ষতি।’
ভারতের মিডিয়া স্কেপ প্রাইভেট লিমিটেডের এডিটর ইন চিফ শিখর গুপ্ত বলেন, ‘পারস্পারিক রেষারেষি, ক্ষতি-সংঘাত যত ক্ষণ বন্ধ হবে না, তত ক্ষণ এই অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আশা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে সাহায্য করবে এই সামিট।’
২০০৮ সালে দ্য সাউথ এশিয়া ইকোনোমিক সামিট (এসএইএস) গঠন করা হয়। এর প্রতিষ্ঠাতা সদস্য হলো- বাংলাদেশের সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), শ্রীলংকার ইনিস্টিটিউ অব পলিসি স্টাডিজ, ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ, পাকিস্তানের সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট পলিসি ইনিস্টিটিউ, নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনোমিকস অ্যান্ড ইনভারন্টমেন্ট এসএইএস।
প্রসঙ্গত, শনিবার নবম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সামিট শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।