ঢাকায় মুক্তি পাচ্ছে ‘ইটারনালস’

মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের ২৫তম সিনেমা ‘ইটারনালস’। বেশকিছু নতুনত্বের মাইলফলক স্পর্শ করেছে ‘ইটারনালস’। প্রথমবারের মতো মার্ভেলের সিনেমা পরিচালনা করলেন একজন অস্কারজয়ী পরিচালক। এমনকি কৃষ্ণাঙ্গ নারী পরিচালকের নিরিখেও এটি মার্ভেলের প্রথম সিনেমা।

১২ নভেম্বর রাজধানী ঢাকার স্টার সিনেপেক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘ইটারনালস’ সিনেমা। অ্যাঞ্জেলিনা জোলি ছাড়াও সিনেমায় রয়েছেন কিট হ্যারিংটন গেমা চ্যান, সালমা হায়েক,‌ডন লিক।

‘ইটারনালস’ সুপারহিরো সিরিজ মুভির জন্য বিখ্যাত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন সিনেমা। ‘ইটারনালস’ সিনেমায় সবচেয়ে আকর্ষণীয় সুপারহিরোর চরিত্রটি হলো ‘থেনা’। যে কিনা অস্ত্র চালাতে পারদর্শী। অ্যাঞ্জেলিনা জোলিকে দেখা যাবে এই চরিত্রে। ‘ইটারনালস’ একটি অমর এলিয়েন জাতি। যারা হাজার বছর লুকিয়ে ছিল। পৃথিবীকে বাঁচাতে তারা আবার ফিরে আসে। এভাবেই এগিয়ে যায় সিনেমার কাহিনী।

গত ৫ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে সিনেমাটি। ইংরেজি ভাষার পাশাপাশি সিনেমাটি হিন্দি, তামিল, মালাইলাম ও কন্নড ভাষায় দেখতে পায় দর্শকরা।