‘ঢাকায় স্মরণকালের সেরা জনসভা হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক :
‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত সমাবেশটি ‘স্মরণকালের সেরা জনসভা’ হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান।

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ যৌথসভার আয়োজন করা হয়েছে।

মির্জা আব্বাস বলেন, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ইতিমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী জনসভা করার অনুমতি চেয়েছি, আশা করি অনুমতি পাব। ৭ নভেম্বর জনসভা হবে বিএনপির স্মরণকালের সেরা জনসভা।’

তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, সরকার বিএনপিকে অনুমতি না দিলেও একই স্থানে আওয়ামী লীগ তাদের সম্মেলন করেছে। যদিও আওয়ামী লীগ তাদের সম্মেলন উপলক্ষে সারা বাংলাদেশকে অন্ধকারের নিমজ্জিত করে ঢাকা শহর আলোকিত করেছে। তবে কেউ কেউ বলেছে এটা আওয়ামী লীগের নয়, এটা পুলিশের সম্মেলন।’

নগর বিএনপির আহ্বায়ক বলেন, ‘বিএনপিকে জনসভা করার সুযোগ দিতে হবে। বেশি দিন অধিকার বঞ্চিত করে রাখা যাবে না। কারণ জনগণ তাদের অধিকার আদায় করবেই।’

সরকারকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। পাতানো নির্বাচন করতে চাইলে এখনই বলে দেন।’

বিএনপি এখন অনেক বেশি সুসংগঠিত আছে জানিয়ে তিনি বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন বন্ধ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেন, তাহলেই দেখবেন বিএনপি কতটা সুসংগঠিত আছে।’

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম, আবুল খায়ের ভুইয়া প্রমুখ।