ঢাকা মাদ্রাসা-ই-আলিয়ায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষে আয়োজিত শোকরানা মাহফিলে হামলা চালিয়ে সাংবাদিক ও ছাত্রদের আহত করার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।
তারা বলেন, মাদ্রাসা-ই-আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর সংঘটিত ন্যক্কারজনক, অমানবিক ও বর্বর হামলায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিবৃতিতে আরও বলা হয়, ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষে শনিবার ঢাকা মাদ্রাসা-ই-আলিয়ায় শোকরানা মাহফিলের আয়োজন করে সর্বস্তরের শিক্ষার্থীদের প্লাটফর্ম “সম্পদ রক্ষা ছাত্র ঐক্য সরকারি মাদ্রাসা-ই-আলিয়া”। এ অনুষ্ঠান ঘিরে রাতে বিনা উসকানিতে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীদের এনে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলার সংবাদ সংগ্রহকালে সংবাদমাধ্যমের ওপরও হামলা চালানো হয়।
এতে আরও বলা হয়- হামলায় ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির সভাপতি আরিফুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ, কালের কণ্ঠের সাংবাদিক জাবের ও বিটিভির সাংবাদিক মিরাজ আহত হন।
ছাত্রদের মধ্যে আহত হন- ওমর ফারুক, তানভীর আহমেদ, রাকিব হোসেন, মোহাম্মদ জোবায়ের ও ফাহিম কামরুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রবিউল ইসলাম রিমন, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাশফিকুল ইসলাম, মাদ্রাসা-ই-আলিয়া শাখার আহ্বায়ক মো. রাকিব মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর আহমদ, সদস্য সচিব মো. জিনাত হোসেন, সহকারী সদস্য সচিব মো. আব্দুর রহমান, সহকারী সদস্য সচিব আব্দুল্লাহ আল সোহাগ, সদস্য রেদওয়ার মাহি প্রমুখ।
বিবৃতিতে জানানো হয়- হামলায় চকবাজার থানার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ঢাকা আলিয়া ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম, সেক্রেটারি জাহিদুল ইসলাম জয়নাল, অর্থ সম্পাদক হাসিবুর রহমান, মির্জা ইসমাঈল, নূর মোহাম্মদ, আব্দুল্লাহ, আরাফাত বিন ইলিয়াস, মোসাদ্দেক ভূইয়া, সাজিদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মাহির, তানিম, তুহিন ও আফফান, ঢাকা আলিয়া ছাত্রদলের মাখদুম, সাকিব, মোহাম্মদ সিরাজসহ বিপুলসংখ্যক বহিরাগত সন্ত্রাসী জড়িত ছিল।
বিপ্লবী ছাত্র পরিষদের ওই দুই নেতা বলেন, ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের এ হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আতঙ্কের রাজ্যে পরিণত করার মতলবে ছাত্রসমাজকে নিপীড়ন করছে।


