নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, উত্তরে আরো পাঁচ হাজার সিসি ক্যামেরা লাগানো হবে।
শুক্রবার গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে স্মার্টসিটি হ্যাকাথনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান মেয়র।
আনিসুল হক বলেন, নির্বাচনের আগে বলেছিলাম, সিটিটিভি লাগাবো। বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় পুলিশের সঙ্গে মিলে ৬৫৬টি সিসিটিভি লাগিয়েছি। আরো পাঁচশর মতো ক্যামেরা লাগাচ্ছি। আমরা আরো ৫ হাজার ক্যামেরা কেনার কথা ভাবছি এবং সেটাও লাগাবো।
নগর অ্যাপ নামের একটি অ্যাপ তৈরির কথা জানিয়ে মেয়র বলেন, মাইক্রোসফটে কর্মরত মেধাবী তরুণ জামিলের মাধ্যমে অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপটিতে যে ধরনের বিশেষ সিকিউরিটি অপশন রাখা হয়েছে তা বিশ্বের কোনো অ্যাপে নেই। কোথাও কেউ বিপদে পড়লে ৫ সেকেন্ডের মধ্যে তা তার অভিভাবককে জানাতে পারবেন। অ্যাপটি ৫ সেকেন্ড চেপে ধরলেই সংকেত পৌঁছে যাবে তার অভিভাবক এবং পুলিশ কন্ট্রোল রুমে।
তিনি আরো বলেন, নির্বাচিত হওয়ার আগে অনেক কমিটমেন্ট করেছিলাম। ইতিমধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে। আগামী ছয় মাসে শহরের চিত্র আরো পাল্টে যাবে।
অনুষ্ঠান গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াছির আজমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।