
নিজস্ব প্রতিবেদক : ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ মানবপাচার চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার রাতে র্যাব-১১ এর একটি দল ঢাকা ও নারায়ণগঞ্জে এ অভিযান চালিয়ে তদের আটক করে।
বৃহস্পতিবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন-চক্রের মূল হোতা জাকির হোসেন (৫৫), মো. টিটু (২৯), মোহাম্মদ হোসেন সাগর (২২)। বাকিদের নাম জানা যায়নি। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ‘আটককৃতরা শিশু অপহরণ, হত্যা, লাশ গুম ও অবৈধভাবে বিদেশে মানবপাচারের সঙ্গে জড়িত।’
আজ দুপুরে র্যাবের মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান মিজানুর রহমান ভূঁইয়া।