নিজস্ব প্রতিবেদক : শ্রীলংকার জাতীয় বিমান সংস্থা শ্রীলংকান এয়ারলাইনস আজ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দৈনিক ফ্লাইট চালু করেছে। ঢাকা-কলম্বো-ঢাকা রুটে চলাচল করবে আধুনিক এয়ারবাস এ-৩৮০ উড়োজাহাজ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
শ্রীলংকান এয়ালাইনসের ফ্লাইটটি প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে কলম্বো পৌঁছাবে। অন্যদিকে স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে কলম্বো ত্যাগ করে সকাল ১১টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে ফ্লাইটটি।
বিশ্বব্যাপী ৪৭টি দেশের ১০০টি গন্তব্য শ্রীলংকান এয়ারলাইনসের সঙ্গে সংযুক্ত। সরাসরি নতুন এ ফ্লাইটের মাধ্যমে এসব গন্তব্যের সঙ্গে কলম্বোর মাধ্যমে ঢাকার একটি সংযোগ তৈরি হবে। এ ছাড়াও ওয়ানওয়ার্ল্ড অ্যালায়েন্স নেটওয়ার্কভুক্ত এক হাজারেরও বেশি গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা।
এই এয়ারলাইনসের যাত্রীরা শ্রীলংকার ঐতিহ্যবাহী সেবা উপভোগ করার সুযোগ পাবেন। যেমন স্টেট অব দি আর্ট ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা, উন্নতমানের ও ঐতিহ্যবাহী খাবার, উষ্ণ আতিথেয়তা, আরামদায়ক আসনসহ আরো কিছু সেবা।
উড়োজাহাজটির বিজনেস শ্রেণিতে ১৮টি ও ইকোনমি শ্রেণিতে ২৫২টি আসন থাকছে।