নির্ধারিত তারিখের একদিন আগেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঈদের ছুটি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি জানান, ঢাকা কলেজসহ সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল থেকে ঈদের ছুটি ঘোষণা থাকলেও আজ (১৯ এপ্রিল) থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঈদের ছুটি ঘোষণা করা হলো।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন ডা. দীপু মনি।
আগামী ৫ মে যথারীতি ঢাকা কলেজসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে দায়ী করেন মন্ত্রী।
তিনি বলেন, একইসঙ্গে ঘটনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও আগে ভূমিকা পালন করলে ঘটনা এতদূর গড়াত না।
পবিত্র রমজান চলছে জানিয়ে এমন পরিস্থিতিতে দুই পক্ষকে আরও সহনশীল ও ধৈর্য ধরার আহ্বান জানান ডা. দীপু মনি। এ ঘটনায় তিনি এবং তার মন্ত্রণালয় মনিটরিং করছে বলে জানান মন্ত্রী।