
রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। সরকার নতুন এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে। খসড়ায় কলেজগুলোর উচ্চ মাধ্যমিকের সুযোগ–সুবিধা ও বিদ্যমান কাঠামো ‘অক্ষুণ্ন’ থাকবে বলে জানানো হয়েছে। আর ইউজিসি বলছে, প্রস্তাবিত কাঠামোতে বিশ্ববিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক—কোনো পক্ষেরই ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই।
সরকার প্রকাশিত খসড়ায় বলা হয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হইবার পূর্বে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজসমূহের বিরাজমান পরিচয়, বৈশিষ্ট্য, অবকাঠামো ও অন্যান্য বিদ্যমান সুযোগ-সুবিধা অক্ষুণ্ন থাকিবে। কলেজের ভৌত অবকাঠামোর যৌথ ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন, সেবা কর্মীর যৌথ ব্যবহার এবং পানি, বিদ্যুৎ ও অন্যান্য সেবা সংক্রান্ত ব্যয়সহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে ত্রিপক্ষীয় (শিক্ষা মন্ত্রণালয়, কলেজ কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) চুক্তির ভিত্তিতে যৌথ ব্যবহার ও অংশীদারিত্ব নির্ধারিত হইবে। কমিশন এই চুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করিবে।’
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর (বুধবার) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। খসড়ায় বলা হয়, ‘সাতটি কলেজের অবকাঠামো ও ক্যাম্পাস স্থায়ীভাবে দিনের নির্দিষ্ট সময়ের জন্য (দুপুর ১টা হইতে সন্ধ্যা ৭টা) ব্যবহার করিয়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হইবে।’
বর্তমানে সাত কলেজের মধ্যে ইডেন ও তিতুমীরে শুধু স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো হয়। বাকি পাঁচ কলেজে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি উচ্চ মাধ্যমিকও পড়ানো হয়। ইউজিসি সূত্র বলছে, যেসব কলেজে এখন উচ্চ মাধ্যমিক স্তর রয়েছে, সেগুলো অক্ষুণ্ন রাখার জন্যই অধ্যাদেশে বিশ্ববিদ্যালয় পরিচালনার সময়সীমার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে কোনো পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই।
খসড়া অধ্যাদেশে বলা হয়েছে, সাত কলেজ ক্যাম্পাসকে চারটি স্কুলে বিভক্ত করে বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। এগুলো হলো: স্কুল অব সায়েন্সেস, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ এবং স্কুল অব ল অ্যান্ড জাস্টিস।
স্কুল অব সায়েন্সেস পরিচালিত হবে ঢাকা কলেজ ক্যাম্পাস, ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে। স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ পরিচালিত হবে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসে। স্কুল অব বিজনেস স্টাডিজ পরিচালিত হবে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে। স্কুল অব ল অ্যান্ড জাস্টিস পরিচালিত হবে কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে।
এসব স্কুলে এক বা একাধিক ডিসিপ্লিন চালু থাকবে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী ভৌত অবকাঠামোগত সুবিধা বিবেচনা করে নতুন ডিসিপ্লিন চালু করতে পারবে বলেও অধ্যাদেশে উল্লেখ রয়েছে।