ঢাকা চট্টগ্রাম ও সিলেট রুটে মাত্র দুই হাজার টাকায় বিমান ভ্রমণ

এস.এম.মনির হোসেন জীবন : জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে ওয়ানওয়ে মাত্র দুই হাজার টাকায় (সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ) ভাড়া ঘোষণা করছে। আকাশ পথে ভ্রমণকে আরো সাশ্রয়ী এবং অধিকতর স্বাচ্ছন্দ্যময় করে তুলতে যাত্রীদের জন্য সুপরিসর বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৩৭ উড়োজাহাজে এ ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে, এই অফার আগামী ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত বহাল থাকবে বলে আজ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ আজ বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সংবাদ বিঞ্জপ্তি জানানো হয়, গ্রীস্মকালীন সময়সূচিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ৫৯ টি এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে ৪৮ টি ফ্লাইট পরিচালনা করছেন। উক্ত ভাড়ার উপর দুই বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ৯০% এবং ০২-১২ বছর পর্যন্ত বয়সীদের জন্য ২৫% ডিসকাউন্ট সুবিধা আছে।
এছাড়া বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ/ক্রেডিট কার্ড/ বিকাশ/ রকেট এবং বিমান ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড/ রকেট এর মাধ্যমে টিকিট ক্রয়ের সুবিধা থাকছে। এই অফারের বিষয়ে বিস্তারিত জানতে বিমান ওয়েবসাইট www.biman-airlines.com এ ভিজিট অথবা ফোন নম্বর ০২-৮৯০১৬০০ /২৭১০ ও ০২-৫৬০১৫১-৫৯ / ১৬১ তে যোগাযোগ করা যেতে পারে।