
ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে রাজধানীর চারপাশ থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী আসতে শুরু করেছেন।
শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পর থেকে আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার পুরাতন মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা।
এদিন সকাল থেকেই রাজধানীর চারপাশ থেকে হাজারো নেতাকর্মী সম্মেলন স্থলে আসার জন্য জড়ো হন। কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর থেকে প্রায় দশ হাজার নেতাকর্মী মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হওয়ার কথা রয়েছে। এরপর মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসবে। এছাড়া ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিল ও ট্রাকে করে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সম্মেলনস্থল রাজধানী ঢাকার আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার পুরাতন মাঠ।
আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দলের প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে সম্মেলনের মঞ্চ।