ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

অনলাইন ডেস্কঃ কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে নাটিয়াপাড়া থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে তারা মহাসড়কের রাবনা বাইপাসে অবস্থান নেন। এতে করে উত্তরাঞ্চলের সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। দাবি মানা না হলে সড়কেই অবস্থান করবেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা।