ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আবর্জনা পরিষ্কার করল বিএনপি

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ময়লাস্তুপ ও ফুটপাতের আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় সাজ্জাদুর রহমান মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে একটি দফা হলো জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনকল্যাণে কাজ অব্যাহত রাখতে হবে। মূলত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্যই জনকল্যাণে এসব কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আজ কোনাবাড়ী থানা বিএনপির উদ্যোগে জনকল্যাণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই কিলোমিটার ময়লাস্তুপ ও ফুটপাতের আবর্জনা পরিষ্কার করা হয়েছে। আমাদের শহর আমাদেরই পরিচ্ছন্ন রাখতে হবে। আশা করছি আমাদের এ ধরনের কল্যাণমুখী কাজ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সেই সুবাদে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য কোনাবাড়ী থানা বিএনপি ও সহযোগী সংগঠন কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম মিয়াজী, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আইনাল হোসেন, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, কোনাবাড়ী থানা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসান রুবেল, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, ১০ নং ওয়ার্ড ইমারত নির্মাণ নির্মাণ ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, ৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।