
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রীরা।
হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলায় এবং রোববার রাত থেকে টানা বৃষ্টির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশ এবং স্থানীয়রা জানান, গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ করা হচ্ছে। ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত চার লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে। এ দিকে রোববার মধ্যরাত থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। চালকরা পাকা রাস্তা থেকে গাড়ি নামাচ্ছে না। ফলে যানজট হচ্ছে।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন সরকার জানান, মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এদিকে রোববার মধ্য রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। যার কারণে ওই রুটে গাড়ি চলাচল বিঘ্নিত হচ্ছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় থেকে মৌচাক পর্যন্ত, ঢাকার দিকে নন্দন পর্যন্ত এবং টাঙ্গাইলের দিকে শিলাবৃষ্টি পেট্রোল পাম্প পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।