জেলা প্রতিবেদকঃ ঢাকায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে নিশ্চিত এক দম্পতিকে কুষ্টিয়ায় পালানোর সময় আটক করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। পরে পুলিশ তাদের কুষ্টিয়ায় পাঠায়।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসকের তথ্যের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রতন ক্লিনিকের সামনের একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের কুষ্টিয়ায় পাঠায় পুলিশ।
উদ্ধার দম্পতি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা। ওই দম্পতি জানান, তারা ঢাকার কামরাঙ্গীরচরের একটি ভাড়া বাসায় থাকতেন। গত বুধবার স্বামীর শরীরে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। পরদিন তার স্ত্রীও আক্রান্ত হন। দুজন আক্রান্ত হলে তারা পালিয়ে নিজ জেলা কুষ্টিয়ায় যাওয়ার জন্য বের হন।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার জেলা সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ঢাকাফেরত ওই দম্পতিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।