ঢাকা থেকে ৫০ কেজি বিস্ফোরক জব্দ; গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকা থেকে ৫০ কেজি বিস্ফোরক জব্দ করেছে পুলিশ। এ সময় স্বপন কুমার নন্দী নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

রোববার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান বলেন, ‘শনিবার রাতে কোতোয়ালী থানার আশপাশে অভিযান পরিচালনা করা হয়। পরে গোপন সংবাদে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিভিন্ন সময় বিস্ফোরক সংগ্রহ করে গোপনে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কাছে বিক্রি করে আসছিল। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।’