নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন সড়কে ৩৭ হাজার উন্নতমানের এলইডি লাইট স্থাপনের কথা জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।
রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডে দক্ষিণ গোড়ান শেখ রাসেল খেলার মাঠে `জনতার মুখোমুখি জনপ্রতিনিধি` সভায় এ কথা বলেন মেয়র।
এ সময় ওই ওয়ার্ডের বাসিন্দাদের কাছ থেকে সরাসরি গ্যাস, বিদ্যুৎ, পানি, বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে সমস্যার কথা শোনেন। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সাঈদ খোকন।
খিলগাঁও, তিলপাপাড়া ১ নং রোডের এক বাসিন্দা মাদক সমস্যা সমাধানের কথা বললে মেয়র উপস্থিত পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এ সময় ওসি জানান, আগামী ১ নভেম্বরের মধ্যে এলাকা মাদকমুক্ত করা হবে।
এলাকার খেলার মাঠ উন্নয়নসহ ঈদগাহকে নামাজ আদায়ের উপযোগী করা হবে বলে জানান মেয়র। এ ছাড়া এলাকার কমিউনিটি সেন্টারের সমস্যা সমাধানে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেন সাঈদ খোকন।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম কে বখতিয়ার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাউদ্দিনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, ওয়াসা, তিতাস গ্যাস, ডিপিডিসি, বিটিসিএল, ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।