আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে দেশের আটটি বিভাগের জন্য আটটি গান তৈরি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রিলিজ করা হয়েছে ঢাকা বিভাগের জন্য নির্মিত গান। গানটি গেয়েছেন স্টোইক ব্লিস খ্যাত কাজী।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এবার জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচার হবে গানে গানে। ভোটের বিষয়গুলো মানুষকে সহজে বুঝাতে বিভিন্ন আঞ্চলিক ভাষায় গান বানানো হয়েছে। সুনির্দিষ্ট অঞ্চলে এগুলো পরিবেশন করা হবে। এছাড়া গ্রামের হাট বাজারে কেমন করে হ্যাঁ/না ভোট দিতে হয়, তার ডেমো জনগণকে দেখানো হবে।


