ঢাকা বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তি আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলা থেকে ১৩০০ গ্রাম স্বর্ণসহ নূরুল আলম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৩)। শনিবার (২২ নভেম্বর ২০২৫) দুপুরে এপিবিএনের নিয়মিত অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

এপিবিএন জানায়, আটক নূরুল আলমের গলায় ঝোলানো হজমুখী ছোট কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা এবং পায়জামার পকেট তল্লাশি করে ২১, ২২ ও ২৪ ক্যারেটের মোট ১৩০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৩,৯৭০ সৌদি রিয়াল জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিদেশফেরত অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা স্বর্ণ নিয়মিতভাবে গ্রহণ করতেন। দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক একটি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করার কথাও স্বীকার করেছেন তিনি।

এপিবিএনের তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত তাদের অভিযানে মোট ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে।

আটক নূরুল আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫/বি(১)(বি) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে এপিবিএন-১৩ এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,
“বিমানবন্দর এলাকায় স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। বিমানবন্দর ব্যবহার করে কোনো ধরনের চোরাচালান যাতে ঘটতে না পারে, সেজন্য এপিবিএন সর্বদা তৎপর।”