
নিজস্ব প্রতিবেদক : রাস্তা পারাপার হওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওপর পুরান ঢাকার বংশালে স্থানীয়দের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জড়িতরা। শুক্রবার শাহবাগ থানায় এসে তারা এ দুঃখ প্রকাশ করে এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়। শাহবাগ থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে স্থানীয় লোকজন থানায় এসেছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া হয় এবং ভবিষ্যতে যাতে এ জাতীয় ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। এর আগে হামলার বিচার দাবিতে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অমর একুশে হলের সামনে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। পরে হামলার জড়িতে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শাহবাগ থানা পুলিশ শিক্ষার্থীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় ছাত্ররা। জানা যায়, বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পুরান ঢাকার বংশালে হোটেলে খেতে যাওয়ার সময় স্থানীয় বুলবুল নামে এক ব্যক্তি রাস্তায় গাড়ি পার্কিং করছিল, তখন স্থানীয়রা কাউকে যেতে দিচ্ছিল না কিন্তু রাজেউন মামুদসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পার হলে কেন তারা (ছাত্র) পার হয়েছে জানতে চায় স্থানীয়রা। বাকবিতণ্ডার একপর্যায়ে ছাত্রদের ওপর হামলা করে তারা। এ ঘটনা আহত হন- ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের তরিকুল ইসলাম, রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্র রাজেউন মাহমুদ, ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের আব্দুল্লাহ আল রিফাত, ফলিত রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের জাহিদুর রহমান সৈকত, পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ফাহাদ, গণিত বিভাগের তৃতীয় বর্ষের রায়হান ও মেহেদী হাসান। এদের মধ্যে রাজেউন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক, সৈকত একুশে হল শাখার ক্রীড়াবিষয়ক সম্পাদক, রিফাত উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক এবং তরিকুল হলের ডিবেটিং সোসাইটির সভাপতি। হামলায় গুরুতর আহত তরিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা কাঠ, লাঠি নিয়ে হামলা করেছিল। ঘটনাস্থলে পুলিশের গাড়ি এলে গাড়িতে উঠে পড়ি। গাড়িতে ওঠার পরেও পুলিশের সামনেই কয়েকজনকে মারধর করেছে স্থানীয়রা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে। শিক্ষার্থীদের ওপর এমন হামলা কখনো গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যেন এ জাতীয় ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।