
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত হওয়া রাজধানীর সরকারি সাত কলেজের চলমান সংকট দ্রুত নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কলেজগুলোর শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘সদ্য জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া ঢাকা শহরের সরকারি সাতটি কলেজের চলমান সংকট নিরসনের দাবিতে ২১ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছি। এরপরও আশানুরূপ কোনো সাড়া পাইনি। তাই আমরা অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি।’
তারা বলেন, ‘অন্যান্য কলেজের শিক্ষার্থীরা ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে পারলেও চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশিত না হওয়ায় একই বর্ষের এই সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারছে না। কিছু দিনের মধ্যে ৩৮তম বিসিএস এর বিজ্ঞপ্তি হবে। এ অবস্থা চলতে থাকলে এ সকল কলেজের শিক্ষার্থীরা বিসিএস আবেদনও করতে পারবে না।’
এ সময় তারা বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- অধিভুক্ত হওয়া কলেজসমূহের ব্যাপারে নীতিমালা প্রণয়ন এবং প্রকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং সেশনজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, সঠিক সময়ে পরীক্ষা গ্রহণ এবং নির্বিঘ্নে ক্লাস পরিচালনার জন্য আলাদা আলাদা ভবনের ব্যবস্থা গ্রহণ করা।
গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় রাজধানীর সাতটি কলেজ। এগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত হওয়া রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, ঢাবির অধিভুক্ত হওয়ার পর নানা সমস্যা ও সংকটে পড়েছেন তারা। তাদের জন্য নেই কোনো ওয়েবসাইট। ঠিক হয়নি সিলেবাস। এমনকি মান বণ্টন নিয়েও তারা কিছু জানেন না।
এসব সংকট নিরসনের দাবিতে গত ২১ মে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর পর দাবি পূরণে ঢাবি উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে। এরপরও কার্যত কোনো ফলাফল না দেখে শিক্ষার্থীরা আজকের অবস্থান কর্মসূচি পালন করেন।