
ঢাকা মহানগর এলাকায় যে কোন প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ আগস্ট ২০২৫ খ্রি. রাত ১১:০০ ঘটিকা হতে ১৫ আগস্ট ২০২৫ খ্রি. রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোন প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো। সম্মানিত নগরবাসীদের এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করা হলো।