ঢাকা মহাসড়কের তিন কিলোমিটার যানজটের সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর থেকে গাবতলী পর্যন্ত তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

ফলে সোমবার সকাল থেকে ওই মহাসড়কে আটকা পড়েছে ঢাকামুখী শত শত যানবাহন। তবে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আটকা পড়া যানবাহন চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাবতলী ব্রিজের প্রবেশ মুখে প্রতিদিনই কমবেশি যানজট থাকে। তবে আজ বৃষ্টি হওয়ায় এবং যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় যানজট বেড়েছে। গাবতলী ব্রিজ থেকে আমিনবাজার ছাপিয়ে বলিয়ারপুর পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে।

এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন জানান, বৃষ্টির কারণে যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে।