ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক তিন দুর্ঘটনা, আহত অন্তত ২০

ঘনকুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে পৃথক তিন স্থানে দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছে ৬টি যানবাহন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এক্সপ্রেসওয়ের বেজগাঁও, ছনবাড়ি ও দোগাছি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাও বাসস্ট্যান্ড মাওয়ামুখি সাদ পরিবহনকে অজ্ঞাত গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৯ জন আহত হয়। রাত ১টার দিকে ছনবাড়ী ব্রীজের উপর দাড়িয়ে থাকা ট্রাক কে পিছনে থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ১০ জন আহত হয়।

এদিকে, শুক্রবার ভোর সাড়ে ৫টার এক্সপ্রেসওয়ের লোহজং দোগাছিতে ট্রাকের পিছনে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ড্রাইভার আটকা পড়ে, আহত হয় ১।

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত থেকে সকাল পর্যন্ত ৩টি স্থানে পৃথক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কার্যক্রম করা হয়, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। সড়কে যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক।