ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ভবন থেকে পড়ে গিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে সাত তলা থেকে পড়ে যায় মো. সোহান (২০)। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যা- তা নিশ্চিত করে বলতে পারেননি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া। লাশের ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
ভোরে হাসপাতালের মূল ভবনের সাত তলা থেকে পড়ে যায় সোহান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায় পুলিশ।
মো. সোহান ৭০১ নম্বর মেডিসিন ওয়ার্ডে ডায়ারিয়া ও জ্বর নিয়ে গত ২৩ আগস্ট ভর্তি হয়। ঢামেক হাসপাতালের বিভিন্ন ভবন থেকে পড়ে এর আগেও কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে।