ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ভুয়া র‌্যাব আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে র‌্যাব পরিচয়ে চাঁদা আদায়কালে মো. ফরমান আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মেডিক্যাল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ও ৩০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, মেডিক্যাল এলাকার ভাসমান রেস্তোরাঁয় র‌্যাব পরিচয়ে চাঁদা তোলার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে ঢামেক সূত্র জানিয়েছে, ফরমান আলী র‌্যাব পরিচয়ে ঢামেক এলাকার ভাসমান রেস্তোরাঁগুলোর মালিকদের জঙ্গিবাদে জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অনেকদিন যাবৎ চাঁদা আদায় করতেন। আজ স্থানীয়রা একজোট হয়ে তাকে আটক করেন। পরে গণধোলাই দিয়ে তাকে ঢামেক ‍পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।