নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষ্যে সাবওয়ে নির্মাণ কাজের সম্ভাব্যতা সমীক্ষা ও প্রাথমিক নকশা করার জন্য নিয়োগকৃত স্পেনের পরামর্শক প্রতিষ্ঠান টিপসা’র উপস্থাপিত ইনসেপশন রিপোর্টের ওপর মতামত ও পরামর্শ গ্রহণের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এমআরটি লাইন-১, ২, ৫ ও ৬ এবং বিআরটি লাইন- ৩ ও ৭ কে ঠিক রেখে পূর্ব-পশ্চিম বরাবর নতুন অ্যালাইনমেন্টের প্রস্তাব উপস্থাপন করেন পরামর্শক প্রতিষ্ঠান টিপসার টিমলিডার মার্টিন থমাস। কীভাবে অ্যালাইনমেন্টটির সম্ভাব্যতা সমীক্ষার কাজটি সম্পন্ন করা হবে সে ব্যাপারেও একটি ধারণাপত্র উপস্থাপন করেন তিনি। আরএসটিপিতে পূর্ব-পশ্চিম বরাবর কোনো সাবওয়ে না থাকায় প্রস্তাবিত অ্যালাইনমেন্ট বরাবর সম্ভাব্যতা সমীক্ষা করা যায়- মর্মে সভায় উপস্থিত সবাই মতপ্রকাশ করেন।
সভায় জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিয়ারিং ইন-চিফ মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, আহ্সানুল্লাহ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. সফিউল্লাহ, ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজির অধ্যাপক ড. হোসাইন মো. শাহিন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহমেদ এবং সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌলশী ড. আবদুল আল মামুনসহ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


