নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাঁচপুর থেকে সিলেটের তামাবিল পর্যন্ত চার লেন বিশিষ্ট মহাসড়ক নির্মাণের চুক্তি সই হয়েছে। এর মধ্য দিয়ে এ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
রোববার দুপুরে রাজধানীর হোটেল রেডিসনে চীন ও বাংলাদেশের পক্ষে প্রতিনিধিরা এ চুক্তিতে সই করেন। চুক্তিতে যৌথভাবে সই করেন সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন ও অতিরিক্ত প্রকৌশলী ইবনে আলম হাসান এবং চীন সরকারের অনুমোদিত চীনা হারবার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সভাপতি তাং শিয়াওলিং।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। আর এই উন্নয়নকে ধরে রাখতে কানেক্টিভিটি বাড়াতে হবে। তারই অংশ হিসেবে আজকের এই চুক্তি সই।
তিনি বলেন, চার লেনের এই মহাসড়কে ৭০টি ব্রিজ থাকবে। এ ছাড়া কিছু কালভার্ট ও কয়েকটি ওভারব্রিজও থাকবে। সব কিছু মিলিয়ে এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার কোটি টাকা।
মন্ত্রী বলেন, ‘এর আগে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ চার লেন সড়কে মূল সড়কের পাশাপাশি সার্ভিস লেন না থাকায় সমস্যায় পড়তে হয়েছে। ফলে এই প্রকল্পে আমরা ধীরগতি গাড়ির জন্য আলাদা সার্ভিস লেনের ব্যবস্থা করেছি।’
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী ইতিমধ্যে টেকনিক্যাল ও নেগোসিয়েশনের জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে। যারা গবেষণা করে নির্ধারণ করবেন- এই প্রকল্পে কত টাকা ব্যয় নির্ধারণ করা হবে।
তিনি বলেন, সিলেটের অধিবাসী বিদেশ থেকে অর্থ পাঠায়। এ প্রকল্প বাস্তবায়নের পর তার মাত্রা আরও বেড়ে যাবে। এ ছাড়া এই প্রকল্প বাস্তবায়ন হলে তারা বিভিন্ন খাতে বর্তমানের তুলনায় বেশি বিনিয়োগ হবে। ফলে প্রকল্পটি সিলেটবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে বিস্তারিত নকশা প্রণয়ন, সুদের হার নির্ধারণ, পরিশোধের প্রক্রিয়া, কমার্শিয়াল এগ্রিমেন্টসহ প্রস্তুতিমূলক সব কাজ শেষ করা হবে। প্রকল্পের সব কাজ শেষ হবে ২০১৯ সালের মধ্যে।
প্রসঙ্গত, কাঁচপুর থেকে সিলেটের তামাবিল পর্যন্ত চার লেন বিশিষ্ট ২২৬ কিলোমিটার মহাসড়ক নির্মাণ করা হবে। এটি বাস্তবায়নের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার কোটি টাকা।