ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেপ্তার

অপূর্ব দেব:- ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউনিয়নের রামপুর নামকস্থানে ব্রিজের ওপর ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলামের দিকনির্দেশনা ও নেতৃত্বে একটি পুলিশি টিম অভিযান চালিয়ে ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয়।

ডাকাত সদস্যরা হলেন জলিল মিয়া (৩৪), শাহ আলম (২৬), মনির মিয়া (২১), বিধান সরকার (২১), লাল বাদশা প্রকাশ জামাল (৩২), মোঃ গাজীউর রহমান (৩৫), আবুল কাশেম (২৬), ফয়েজ মিয়া (২২)।

এ সময় ডাকাত দলের হেফাজতে থাকা দেশীয় অস্ত্র ও তাদের ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম ক্রাইম পেট্রোল বিডি প্রতিনিধি কে জানান, গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।