ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ইউনিট-২ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠান ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেড-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন শাখা ইউনিট-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় উত্তরা ১৪ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউতে হসপিটালের ইউনিট-২ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজত হসপিটাল লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক ড. সাব্বির আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাহাঙ্গীর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন হসপিটালের পরিচালক, কনসালটেন্ট চিকিৎসক, সার্জন, কর্মকর্তা, নার্স ও স্টাফবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজনে বক্তারা বলেন, গত তিন বছরে ঢাকা স্পেশালাইজড হসপিটাল রাজধানীসহ আশেপাশের এলাকার মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে। উন্নত চিকিৎসা সুবিধা, আধুনিক ল্যাবরেটরি, দক্ষ ডাক্তার টিম এবং মানবিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। নতুন ইউনিট-২ উদ্বোধনের মাধ্যমে এ হাসপাতাল এখন আরও বড় পরিসরে চিকিৎসাসেবা প্রদান করতে পারবে।

প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক ড. সাব্বির আহমেদ খান বলেন, “আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা নয়, মানবিক দায়িত্বও পালন করা। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক টিম নিয়ে আমরা সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিকমানের সেবা দিতে চাই।”

ব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাহাঙ্গীর হোসেন বলেন, “ঢাকা স্পেশালাইজড হসপিটাল শুরু থেকেই রোগীর সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। নতুন ইউনিট উদ্বোধনের মাধ্যমে সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানের শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে দোয়া মাহফিল ও ভোজের আয়োজনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেড রাজধানীর অন্যতম আধুনিক বেসরকারি হসপিটাল হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই সেবার মান, দক্ষতা ও চিকিৎসা প্রযুক্তিতে নতুন মানদণ্ড তৈরি করেছে।