ঢাকা স্পেশালাইজড হসপিটাল লি. আয়োজিত প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঢাকা স্পেশালাইজড হসপিটাল লি. এর প্রশিক্ষণ প্রোগ্রাম ০৪ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহঃবার

সকার ৮ ঘঠিকায়, ঢাকা স্পেশালাইজড হসপিটাল লি. এর ইউনিট-২ তে অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামে উদ্বোধনী বক্তব্য এবং প্রোগ্রাম পরিচালনা করেন – হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব এস এম জাহাঙ্গীর হোসেন।

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন হাসপাতালের চেয়্যারমান এবং
ইউরোলজী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাব্বির আহমেদ খান। আমন্ত্রিত মেহমান হিসাবে আলোচনা
করেন – উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আরিফুর রহমান ভুইয়া, প্রধান
প্রশিক্ষক হিসাবে আলোচনা পেশ করেন- বিশিষ্ট লেখক এবং গবেষক ড. আহসান হাবিব ইমরোজ।
আলোচনা করেন- ইবনে সিনা উত্তরা শাখার ব্যবস্থাপক ও ইউনিট হেড জনাব জাকির
হোসেন। এছাড়াও আলোচনা করেন হাসপাতালের পরিচালক- জনাব ফজলুর রহমান এবং
জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ আলী আহাদ। প্রশিক্ষন প্রোগ্রাম শেষে বিজয়ীদের মাঝে
পুরুস্কার বিতরণ করা হয়।