ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ঢাকা-১৮ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র ও যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন।

রোববার (২১ ডিসেম্বর)দুপুরে তাঁর পক্ষে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক রাজধানীর উত্তরখান এলাকার নির্বাচন অফিস থেকে এই ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত নেতা-কর্মীরা তাকে ঢাকা-১৮ আসনের রাজপথের ও জিয়া পরিবারের পরীক্ষিত সৈনিক হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

ফরম উত্তোলন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ঢাকা-১৮ আসনটি দীর্ঘকাল ধরে ধানের শীষের দুর্গ হিসেবে পরিচিত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাঁরা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন।

এসময় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, দল যোগ্য মনে করে এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দিয়েছে এবং এই আসনটি পুনরুদ্ধার করে তারা দলকে উপহার দেবেন বলেও জানান।

মনোনয়ন সংগ্রহ করেতে আসা উপস্থিত নেতা-কর্মীরা উল্লেখ করেন, এস এম জাহাঙ্গীর হোসেন দীর্ঘ সময় ধরে এই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। বিশেষ করে উত্তরা ও তৎসংলগ্ন এলাকায় আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা প্রার্থী হিসেবে তাকে এগিয়ে রাখছে বলে তারা দাবি করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামির হোসেন, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, স্বেচ্ছাসেবক দল। শাহাব উদ্দিন সাগর, সাবেক সভাপতি, দক্ষিণখান থানা বিএনপি। আলী আকবর আলী, সাবেক কাউন্সিলর ও সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি। আব্দুস সালাম সরকার ও রফিকুল ইসলাম খান, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি।

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে বিএনপির অন্যতম পরিচিত মুখ হিসেবে এস এম জাহাঙ্গীরের তৃণমূল পর্যায়ে ব্যাপক পরিতিচি রয়েছে। তার অনুসারীরা নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে আসছেন।