ঢাকা-১৮ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর

এস.এম. নাহিদ : বিএনপির নির্বাচনী প্রস্তুতিতে বড় অগ্রগতি এসেছে ঢাকার গুরুত্বপূর্ণ ঢাকা-১৮ আসন ঘিরে। এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীরের নাম চূড়ান্তভাবে ঘোষণা করেছে দল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে কাজ, সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি আনুগত্য এবং এলাকার রাজনৈতিক বাস্তবতায় এগিয়ে থাকার কারণেই—সকল বিবেচনা শেষে এস এম জাহাঙ্গীরের নামেই মনোনয়ন চূড়ান্ত হয় বলে জানিয়েছেন দলীয় নেতারা।

মনোনয়ন ঘোষণার পর থেকেই ঢাকা-১৮ আসনে বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উচ্ছ্বাস দেখা গেছে। দলীয় সূত্র বলছে, এস এম জাহাঙ্গীরকে সামনে রেখে এবার ধানের শীষ শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে। মাঠে নেমে পড়তে শুরু করেছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঢাকা-১৮ আসনে এবার লড়াই বেশ জমবে। জাহাঙ্গীরকে ঘিরে নতুন করে সক্রিয় হয়েছে ধানের শীষের প্রচারযন্ত্র।